আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী অপহরণ

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় নবম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের রহিম ফকিরের মেয়ে ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সাথী আক্তারকে পঞ্চগড় জেলার হাড়িভাষা গ্রামের আহম্মদ আলী খানের ছেলে দিদার খান গত শুক্রবার সকালে বাশাইল গ্রামের রুবেল ফকির ওরফে বুলেট, আলমগীর ফকির, শাহানাজ বেগম, রাশিদা বেগমের সহযোগীতায় সাথীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা রহিম ফকির বাদী হয়ে ৫জনকে আসামী করে মঙ্গলবার রাতে আগৈলাঝাড়া থানায় অপহরণ মামলা দায়ের করেন, যার নং-৩। তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।