এস এম শামীম, বরিশাল প্রতিনিধিঃ
সাবেক মন্ত্রী ও জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল গুপ্তের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের নিজবাড়িতে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের মধ্যদিয়ে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রয়াত সুনীল গুপ্তের রাজনৈতিক সহকর্মী মজিবুর রহমান চানঁ মিয়ারসভাপতিত্বে স্মরন সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা উত্তর বিএনপি যুগ্ন সম্পাদক আবুল হোসেন লান্টু, উপজেলা বিএনপি সহ-সভাপতি কবির হোসেন তালুকদার, বিএনপির সাধারন সম্পাদক আফজাল হোসেন শিকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন মোল্লা, মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার, প্রয়াত মন্ত্রীর ছেলে সঞ্জয় গুপ্ত, শম্ভুলাল সমদ্দার, আ.মান্নান সরদার, নলচিড়া ইউনিয়ন বিএনপির সাবেক
সভাপতি জামাল হোসেন ফকির, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মোল্লা, স্থানীয় তোফাজ্জেল হোসেন তোতা, ইউপি সদস্য কুদ্দুস মোল্লা, সাবেক ইউপি সদস্য শামীম ফরিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন হোমল্যান্ড এনজিও’র পরিচালক কাজল দাশ গুপ্ত, যুবদল আহবায়ক আরিফ হোসেন ফিরোজ, যুগ্ন-সম্পাদক সালমান হাসান রিপন, ফিরোজ শাহ্, ছাত্রদল সাধারন সম্পাদক হেমায়েত তালুকদার, ছাত্রদল নেতা লুৎফর রহমান মানিক, আবু বক্কর, বিন্দু সরকার। এছাড়াও ঢাকার সিদ্ধেশ্বরীতে প্রয়াত মন্ত্রীর বাসভবনে অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে।