আগৈলঝাড়ায় সাবেক ইউপি সদস্যর ঋনের দায়ে আত্মহত্যার চেষ্টা

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় ঋনের দায়ে সাবেক ইউপি সদস্য গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের মৃত তোতা মিয়া তালুকদারের ছেলে ও ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ডব্লিউ তালুকদার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা ঋন করেন। ওই টাকা নির্ধারিত সময় পরিশোধ করতে না পারায় পাওনাদাররা চাপ প্রয়োগ করেন। পাওনাদারদের ঋনের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে অভিমান করে শনিবার সন্ধ্যায় নিজ ঘরের ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা চালায়। এসময় ডব্লিউ তালুকদারের চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।