আগৈলঝাড়ায় শীতাবস্ত্র বিতরণ

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় মেদাকুল নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে পাচঁশত গরীব, অসহায় ও দুস্থ শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
জানা গেছে, শনিবার সকালে উপজেলার গৈলা কবি বিজয় গুপ্তের মনসা মন্দিরে মন্দির কমিটির সভাপতি তারক চন্দ্র দের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রনী ও জনতা ব্যাংকের সাবেক পরিচালক এ্যড. বলরাম পোদ্দার। এসময় বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত, ড. বিনয় ভুষন দাস, সুসান্ত কর্মকার, সুনীল কুমার দাস, আভা মুখার্জী, ললিতা সরকার বৃষ্টিসহ প্রমুখ। এসময় পাচঁশত গরীব, অসহায় ও দুস্থ শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।