আগৈলঝাড়ায় শিশু ধর্ষন চেষ্টাকালে লম্পটকে আটকের পর মারধর

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়ায় এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকালে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে লম্পটকে আটক করে মারধররের পর দৌড়ে পালিয়ে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছে লম্পট।
নির্যাতিতা শিশু জানায়, শুক্রবার বিকেলে তার বাড়ির পাশের আওলাদ মিয়ার বাগানে চালতা কুড়াতে গেলে সেখানে পূর্বে থেকে অবস্থান করা রতœপুর গ্রামের হামেদ মিস্ত্রীর ছেলে হাকিম মিয়া (৪৫) তাকে ধরে জোর করে মুখে গামছা বেঁধে গহীন বাগানে নিয়ে যায়। লম্পট হাকিম শিশুটিকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালানোর সময় শিশুটির গোঙ্গানীতে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। এসময় লম্পট হাকিম মিয়াকে হাতে নাতে ধরে বিক্ষুদ্ধ লোকজন মারধর করে। বিক্ষুব্ধদের হাত থেকে দৌড়ে পালিয়ে যায় লম্পট হাকিম। দরিদ্রতার কষাঘাতে জর্জরিত নির্যাতিতা শিশুর পরিবার লম্পট হাকিমের স্বজনদের হুমকিতে ও তাদের অসহায়ত্বের কারণে থানায় মামলা করার সাহস পাচ্ছে না। এ ঘটনায় স্থানীয় মাতুব্বরা শালীস মিমাংসার মাধ্যমে ঘটনার বিচার করবেন বলে জানায় ওই শিশুর পরিবার। এ ব্যপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, এরকম কোন ঘটনা তার জানা নেই। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।