বরিশাল প্রতিনিধিঃ
আগৈলঝাড়ায় নাম পরিচয়হীন উদ্ধার হওয়া শারিরীক ও মানসিক প্রতিবন্ধিকে হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। প্রতিবন্ধির চিকিৎসায় তিন সদস্যর মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১মে) সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে এমপি আবুল হাসানাত আবদুল্লাহর বাড়ির পশ্চিম পাশে খলিলুর রহমানের মুদি দোকানে নাম পরিচয়হীন এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধিকে দেখতে পান স্থানীয়রা ।
স্থানীয়রা তার কাছে নাম ঠিকানা জানতে চাইলে সে কিছু বলতে না পারায় বিষয়টি এমপি আবুল হাসানাত আবদুল্লাহকে জানানো হয়। পরে এমপি’র নির্দেশে আগৈলঝাড়া থানার এসআই আ. সালাম মোল্লা ওই প্রতিবন্ধি ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি শারিরীক ও মানসিক প্রতিবন্ধিকে দেখকে যান এমপি আবুল হাসানাত আবদুল্লাহ। সেখানে তিনি প্রতিবন্ধি ব্যক্তির চিকিৎসার খোঁজ খবর নিয়ে তার সু-চিকিৎসার দ্বায়িত্বভার গ্রহণ করেন।
হাসপাতালে ভর্তি ওই ব্যক্তির কাছে একাধিকবার তার পরিচয় জানতে চাইলে, অতিশয় দূর্বল ও জীর্ণ প্রতিবন্ধি ফিস ফিস করে জানান, তার নাম ইসতেহার ও ডাক নাম ওশান। বাবার নাম একবার বলছেন মিন্টু মিয়া, আরেকবার বলছেন জালাল মিয়া। বাড়ির ঠিকানা বলছেন ঘোনাপাড়া, গোপালগঞ্জ কখনও পটুয়াখালী। আনুমানিক বয়স ৩৫থেকে ৪০বছর।
খোঁজনিয়ে জানা গেছে, ঘোনাপাড়া গোপালগঞ্জ জেলার সদর উপজেলার গোবড়া ইউনিয়নরে একটি গ্রাম। অন্যদিকে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মধ্যে রাতুল ঘোনাপাড়া নামেও একটি গ্রাম রয়েছে।
প্রতিবন্ধি ওই ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার হাসপাতালের ইউএইচএফপিও ডা. আলতাফ হোসেনকে প্রধান করে ডা. বখতিয়ার আল-মামুন ও ডা. কেএম সাকিবকে নিয়ে তিন সদস্যর মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ইউএইচএফপিও ডা. আলতাফ হোসেন জানান, প্রতিবন্ধি ওই ব্যক্তি একজন মানসিক রোগী। তাই তাকে পর্যবেক্ষনে রেখে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
দুই তিন দিন পরে তাকে পাবনা বা ঢাকায় মানসিক হাসপাতালে ভর্তির জন্য প্রেরণ করা হতে পারে। অজ্ঞাত এই ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য তার পরিবার ও আত্মীয় স্বজনদের আগৈলঝাড়া থানা অথবা হাসপাতালে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।