আগৈলঝাড়ায় রাস্তার ইট চুরি!

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃবরিশালের আগৈলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের রাস্তার ইট চুরি করে নিয়ে গেছে স্থানীয় প্রভাবশালী চোরের দল। এনিয়ে ওই রাস্তায় যাতায়াতকারী যাত্রী ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তারা উপজেলা এলজিইডি বিভাগকে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের রামের বাজার থেকে তালের বাজারে পর্যন্ত পানি উন্নয়নের বোর্ডের রাস্তাটি বর্ষা মৌসুমে কাদায় লোকজন যাতায়াত করতে পারছে না। লোকজনের যাতায়াতের সুবির্ধাথে ৮বছর পূর্বে ওই রাস্তায় ইট বসানো হয়। ইট বসানোর পর থেকে প্রায়ই ওই রাস্তা থেকে রাতের আধারে ইট চুরি করে নিয়ে যায় স্থানীয় প্রভাবশালী চোরের দল। রাস্তায় মাঝে মধ্যে ইট না থাকায় রাতে চলাচল করতে গিয়ে ঘটছে প্রতিদিনেই অহরহ দূঘর্টনা। রাস্তার দু-পাশের বসবাস করা লোকজন প্রভাবশালী চোরের ভয়ে কিছু বলতে সাহস পাচ্ছে না। স্থানীয়রা উপজেলা এলজিইডি বিভাগকে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না দীর্ঘদিনেও। এ ব্যাপারে উপজেলা এলজিইডি বিভাগের প্রকৌশলী রাজকুমার গাইন জানান, ওই রাস্তাটি পানি উন্নয়ন বোর্ডের রাস্তা। ইট বসানো আমাদের দপ্তর থেকে করা হয়েছে কিনা তা জেনে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।