আগৈলঝাড়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পু®পমাল্য, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, জেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা, আবু সালেহ লিটন, চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, যুবলীগ সাবেক সম্পাদক জসীম সরদার, সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সম্পাদক জাকির পাইক প্রমুখ।