আগৈলঝাড়ায় মে দিবস পালিত

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু ও আ. রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাড. আবুল কাশেম সরদারের সভাপতিত্বে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ মো. লিটন, জেলা পরিষদ সদস্য মহিলালীগ নেত্রী পেয়ারা ফারুক বক্তিয়ার, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, আওয়ামীলীগ

নেতা গিয়াস উদ্দিন মোল্লা, হালিমুজ্জামান হালিম, শ্রমিকলীগ সম্পাদক মো. সরোয়ার দাঁড়িয়া, যুবলীগ সভাপতি মো. সাইদুল সরদার, সম্পাদক অনিমেষ মন্ডল, শ্রমিকলীগ নেতা বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সম্পাদক জাকির পাইক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক নান্না প্রমুখ। পরে উপজেলা মসজিদের ইমাম মাওলানা মহিবুল্লাহ দোয়া ও মিলাদ পরিচালনা করেন। অনুষ্ঠানে উপজেলা মাহিন্দ্র ও ইজিবাইক শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।