আগৈলঝাড়ায় প্রতিনিধি: আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধার উপর হামলা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম আমবৌলা গ্রামের মৃত আইন উদ্দিন তাজের ছেলে মুক্তিযোদ্ধা আ. মজিদ তাজ (৭০) এর সাথে প্রতিপক্ষের জমির বিরোধ নিয়ে মামলা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় পুর্ব শত্রুতার জের ধরে গত ৮অক্টোবর দুপুরে ওই বিরোধীয় জমিতে প্রতিপক্ষরা পুর্ব পরিকল্পিতভাবে মাটি কাটা শুরু করলে মুক্তিযোদ্ধা আ. মজিদ তাজ তাতে বাধা দেন। এসময় তার সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষরা মজিদের উপর হামলা করে তাকে রক্তাক্ত জখম করে তার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। আহত মজিদ তাজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় মুক্তিযোদ্ধার ভাই সহিদ তাজ বাদী হয়ে চার জনকে আসামী করে ১০ অক্টোবর থানায় মামলা দায়ের করেন, নং-৬। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন প্রকাশ্যে ও গোপনে তদন্ত শেষে উল্লেখিত চার জনের বিরুদ্ধে গত রবিবার বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন, যার সিএস নং-১০৬।