আগৈলঝাড়ায় মামলার বাদীকে হত্যার হুমকি

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীর পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করায় মামলার বাদীকে হত্যার হুমকি দিচ্ছে আসামীরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রত্মপুর গ্রামের সাবেক সেনা সদস্য মুক্তিযোদ্ধা মৃত.জহিরুল ইসলাম হাওলাদারের ছেলে দরিদ্র আবুল কাশেম হাওলাদার আট বছর পূর্বে বিদেশে যান। বিদেশে থাকার সুবাদে একই বাড়ির শফিকুল ইসলামের সাথে তার স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিদেশে থেকে স্ত্রী’র পরকীয়ার বিষয়টি বিশ^াস না করলেও বাড়ি আসলে স্ত্রী’র সাথে শফিকুলের পরকীয়া’র বিষয়ে নিশ্চিত হন। এনিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতো। গত ৩রা অক্টোবর সকালে পরকীয়া প্রেমিক শফিকুলের সাথে স্ত্রীর মোবাইলে কথোপকথন নিয়ে পরিবারে ঝগড়াঝাটির সৃষ্টি হলে আবুল কাশেম তার স্ত্রীকে গালমন্দ করে। এতে ক্ষিপ্ত হয়ে আবুল কাশেম হাওলাদারকে গাছের সাথে বেঁঁধে অমানুষিক নির্যাতন করে স্ত্রীর পরকীয়া প্রেমিক শফিকুল ইসলাম ও তার লোকেরা। এ ঘটনায় ৮অক্টোবর আগৈলঝাড়া থানায় আবুল কাশেম হাওলাদার বাদী হয়ে স্ত্রীর পরকীয়া প্রেমিক শফিকুল ইসলামকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করায় স্ত্রীর পরকীয়া প্রেমিক শফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে মামলা উঠানোর জন্য বাদী আবুল কাশেম হাওলাদারকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। জীবনের নিরাপত্তা চেয়ে রোববার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।