আগৈলঝাড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ২জন গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামীসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানাসূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আজিজ ভাট্টির ছেলে জসীম ভাট্টিকে ২০১৪ সালের একটি মাদক মামলায় ৬ মাসের সাজা দেয় আদালত। এরপর দীর্ঘদিন বিভিন্নস্থানে পলাতক থাকার পর গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। একইদিনে উপজেলার খাজুরিয়া গ্রামের ডা.গোলাম রহমান হাওলাদারের ছেলে নয়ন হাওলাদারকে ৫গ্রাম গাজাসহ আমবৌলা থেকে এসআই এনামুল হক গ্রেফতার করে। এ ঘটনায় এসআই এনামুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করেছে।