আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার বেলুহার গ্রামের কাশেম মীরের ছেলে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী আরিফ মীর ওরফে রিপনকে (৩৫) সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে এসআই মো. আব্দুল হক খান। আব্দুল হক জানান, মানিকগঞ্জের একটি আদালত জিআর ৬৮/১৫ ও টিআর ১৯৪/১৫ মামলায় রিপনকে মাদকসহ গ্রেফতার হওয়া মামলায় ছয় মাসের কারাদণ্ড ও ৫হাজার টাকা জরিমানা দণ্ডের রায় প্রদান করেন। রায়ের পর থেকেই রিপন পলাতক ছিল। গতকাল মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
October 25, 2016