আগৈলঝাড়ায় ব্র্যাক কর্মীর টাকা ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়ায় ব্র্যাক কর্মীর টাকা ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাতে ব্র্যাক আগৈলঝাড়া অফিসের মাঠকর্মী সুকুমার ঘোষ মোটর সাইকেলযোগে সেরাল কবির সন্যামতের বাড়ির এলাকা অতিক্রমকালে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে ঋণের আদায়কৃত কিস্তির ১লাখ ৫৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর অজ্ঞাতনামাদের আসামী করে সুকুমার বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিন শিহিপাশা গ্রামের সৈদয় জাহাঙ্গীরের ছেলে সৈদয় জহিরুল ওরফে কালুকে সন্দেহভাজন হিসেবে শুক্রবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এনামুল হাসান গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে গতকাল শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।