আগৈলঝাড়ায় ব্যালট ছিনতাই মামলায় ইউপি সদস্যসহ গ্রেফতার ৫

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
বরিশালের আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনে দু’টি ভোট কেন্দ্রের ব্যালট ছিনতাইয়ের মামলায় পৃথক স্থান থেকে ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, প্রথম দফার ২২মার্চের ইউপি নির্বাচনে উপজেলার বাকাল ইউনিয়নের ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রে ৮০টি ব্যালট পেপার ছিনতাই জিআর ৩০/১৬ মামলায় ফুল্লশ্রী গ্রামের ১নং ওয়ার্ড সদস্য মৃত হাতেম পাইকের ছেলে মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ইসহাক পাইক (৪০) ওই গ্রামের তাজেম পাইকের ছেলে জিয়া পাইক (২৪) কে এসআই মু. এনামুল হাসান ও ওই মামলায় একই গ্রামের খালেক ফকিরের ছেলে হেমায়েত ফকির (২৬)কে এসআই হেদায়েতুল্লাহ বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।
অন্যদিকে বাগধা ইউনিয়নের আমবৌলা কেরামতিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩শ ব্যালট পেপার ছিনতাই জিআর ৩১/১৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নিমারপাড় গ্রামের আ. সাত্তার গাইনের ছেলে খোকন গাইনকে এএসআই শাবাবুর আলম বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। ওই দুটি মামলা পুলিশের পরে ডিবি তদন্ত করে আদালতেক চার্জশীট দাখিল করে। গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।