আগৈলঝাড়ায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়ায় প্রেমিকার লোকজনকে মারধর করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের, একজন গ্রেফতার। প্রত্যক্ষদর্শী, আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের মনীন্দ্র নাথ তালুকদারের ছেলে সুমন বিয়ের কথা বলে একই এলাকার প্রকাশ সরকারের মেয়ে বৃষ্টি’র সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্প্রতি সুমন বৃষ্টিকে বিয়ে করতে তালবাহানা শুরু করলে সোমবার বিয়ের দাবিতে প্রেমিকা বৃষ্টি সুমনের বাড়িতে গিয়ে ওঠে। খবর পেয়ে বৃষ্টির বাবা সুমনের বাড়িতে গেলে ঘটনা নিয়ে সুমনের পরিবারের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে সুমনের লোকজন বৃষ্টির বাবার সাথে যাওয়া দুইজনকে মারধর করে আহত করে। গুরুতর আহত প্রদীপ সরকারকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃষ্টির বাবা প্রকাশ সরকার বাদী হয়ে সোমবার রাতে সুমনসহ আট জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামী অজিত তালুকদারকে রাতেই গ্রেফতার করেন এসআই শাহজাহান। গ্রেফতারকৃতকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।