আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতা
মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে জঙ্গি মুক্ত অ-সাম্প্রদায়িক দেশ গড়ার সংকল্প নিয়ে দেশ ও জাতির অগ্রগতি কামনার মধ্য দিয়ে র্যালী, আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করেছে। শুক্রবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে মাঠের স্বাধীনতা বিজয় মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন’র সভাপতিত্বে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের নিবার্হী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা কমিশনার (ভুমি) শতরুপা তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার (প্রচার) আব্দুর রইচ সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, জেলা পরিষদ সদস্য এ্যাড. রনজিত সমদ্দার, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. মজিবর সেরনিয়াবাত, আ, সাত্তার মোল্লা, আবু সালেহ লিটন সেরনিয়াবাতসহ প্রমুখ।
আগৈলঝাড়ায় বিজয় দিবস পালিত
