বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় মধ্যযুগের কবি মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয় গুপ্তের মনসা মন্দির পরিদর্শন করলেন জাপানী প্রতিনিধিদল। জানা গেছে, গতকাল শনিবার সকালে উপজেলার গৈলা মনসা মন্দিরে পরিদর্শনে আসেন জাপান থেকে আগত মিঃ হিরাইসি, তাকাহাহাসি, ইযামামাতো, মরিকাস্তয়া তারা মনসা মন্দির, নাট মন্দিরসহ পুকুর পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। এসময় তাদের সাথে ছিলেন নোভো কার্গো গ্রুপের এমডি ও মাসিক বরিশাল পরিক্রমার সম্পাদক মন্ডলীর সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান দিনু, সৈয়দ আরিফুর রহমান আজাদ, সৈয়দ মনজুর রহমান, সৈয়দ মনিরুজ্জামান সিপু, ইয়াকুব, চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, সাবেক শিক্ষক ফনি ভুষন কর্মকার, রিজিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল, কালা চাঁদ সরকার, প্রল্লাদ দাশ, ব্যবসায়ী সুসান্ত কর্মকার, হোমল্যান্ড এনজিও পরিচালক কাজল দাশ গুপ্ত, আগৈলঝাড়া প্রেসক্লাব সহ-সভাপতি কেএম আজাদ রহমান, সাধারন সম্পাদক মোঃ শামীমুল ইসলাম শামীম। এসময় মনসা মন্দির নাট মন্দিরসহ পুকুর পরিদর্শন করেন সন্তোষ প্রকাশ করেন।