আগৈলঝাড়ায় বজ্রপাতের শব্দে নিহত ১

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় বজ্রপাতের বিকট শব্দে এক রত্নগর্ভা মা ষ্ট্রোক করে। চিকিৎসারত অবস্থায় গতকাল শুক্রবার সকালে তার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা গ্রামের মৃত কিরন বড়ালের স্ত্রী রতœর্গভা মা সাবিত্রী বড়াল(৬৮) বৃহস্পতিবার রাতে বৃষ্টিপাতের সময় বজ্রপাতের বিকট শব্দে ষ্ট্রোক করে। তার নিজের ছেলে ডা.শ্যামল বড়াল বাড়িতে বসে তার মায়ের চিকিৎসাপত্র দেয়। চিকিৎসারত অবস্থায় শুক্রবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। দুপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে তার নিজ বাড়ির পারিবারিক শ্মশানে তার অন্তোক্রিয়া সপন্ন করা হয়েছে। অন্যদিকে গতকাল শুক্রবার সকালে উপজেলার নাঘার গ্রামের অর্জুন হালদারের স্ত্রী সুলতা হালদার বজ্রপাতের ঝলকানিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।