আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের জন্য বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে “বই বিতরণ উৎসব” পালন করা হয়েছে। রোববার সকালে উপজেলার টেমার মালেকা খাতুন মাধ্যমিক বিদ্যালয় ও পাকুরিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই দিয়ে বই উৎসব পালনের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা সদরের শ্রীমতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ.সত্তার মোল্লার সভাপতিত্বে বই বিতরণ উৎসব সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যরঞ্জন সরকার, শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ, যাবদ মজুমদার, আসাদ মোল্লা আসাদ প্রমুখ। পরে শিক্ষার্থীদের হাতে বই দিয়ে উৎবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলাম।