আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে ৩জনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ৩জনকেই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুবকদের ফুটবল খেলা নিয়ে সিনিয়র-জুনিয়রদের মধ্যে দন্দ্ব বাজে। এসময় বাকবিতন্ডার এক পর্যায় মধ্য শিহিপাশা গ্রামের আঃ রব বেপারীর ছেলে সিনিয়র অলি বেপারীর সাথে কালুপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে ইয়াছিন আরাফাত (১৭), তার ভাই সিফাত সরদার (২১)কে ধারালো খুর দিয়ে কুপিয়ে আহত করে। এসময় ফিরাতে গিয়ে সেরাল গ্রামের বাবুল সেরনিয়াবাতের ছেলে সাকিব সেরনিয়াবাত (২৩) আহত হয়। এসময় স্থানীয়রা ৩জনকেই উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এঘটনায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন সাংবাদিকদের জানান, আমি ঘটনা শুনে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।