প্রবাসীর স্ত্রী’কে শিকল দিয়ে তালাবদ্ধ করে রেখেছে শশুর বাড়ীর লোকেরা

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় সংসার চালাতে টাকা চাইলে প্রবাসীর স্ত্রী’কে পাগল আখ্যা দিয়ে গত ১০ দিন যাবত শিকলে তালাবদ্ধ করে রেখেছে ভাসুর ও পরিবারের সদস্যরা। এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের দুবাই প্রবাসী বাবুল বৈদ্যর স্ত্রী দুই সন্তানের জননী ময়না বৈদ্য (৩৫) তার স্বামীর বাড়ি বড় বাশাইল গ্রামে বসবাস করছেন। ময়নার স্বামী বাবুল সংসার চালাতে দুবাই থেকে প্রতিমাসে ভাসুর বিপুল বৈদ্যের নামে টাকা পাঠাত। সংসার চালানোর টাকা ময়না চাইতে গেলে ভাসুর বিপুল বৈদ্য ও শ্বাশুরী গোলাপী রানীসহ তার পরিবারের লোকজন ময়নাকে পাগল আখ্যা দিয়ে গত ২৮ অক্টোবর থেকে মঙ্গলবার (১১দিন) পর্যন্ত লোহার শিকল দিয়ে তালাবদ্ধ করে একটি ঘরে আটক রাখে। সংবাদ পেয়ে সাংবাদিকরা আটককৃত ওই গৃহবধুর সাথে কথা বলতে গেলে গৃহবধু ময়না তালা বদ্ধ অবস্থায় গ্যাসের চুলায় রান্না করছিল। সে জানায়, সে পাগল নয়। সে দীর্ঘ দিন জর্ডান থেকে গত তিন বছর পূর্বে বাড়ি আসে। তার স্বামী এখন দুবাই রয়েছে। বিদেশে থেকে তার স্বামী যে টাকা পাঠায় তার ভাসুর বিপুল বৈদ্য ও শ্বাশুরী গোলাপী রানী ওই টাকা আত্মসাৎ করার জন্য তাকে পাগল সাজিয়ে সমাজে দীর্ঘদিন ধরে অপপ্রচার করছে। সে এলাকায় বিভিন্ন স্থানে কাজ করে সংসার চালায়। বিদেশ থেকে তার আনা ¯¦র্ণালংকার শ্বাশুরী ও ভাসুর আত্মসাৎ করেছে। সে আরো জানায় জনৈক চিকিৎসককে দিয়ে জোর করে তাকে ইনজেকশন দেয়া হচ্ছে। তাতে সে আসুস্থ হয়ে পড়ছে। অভিযুক্ত ভাসুর বিপুল বৈদ্য জানান, ময়না একজন পাগল। তাকে চিকিৎসার জন্য শিকলে বেঁধে রাখা হয়েছে। তবে কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হচ্ছে তার নাম বা প্রেসক্রিপশন দেখাতে পারেননি। এসআই শাহ জালাল ঘটনাস্থলে গিয়ে শিকলে আটক গৃহবধু ময়নাকে অবমুক্ত করে তার সুচিকিৎসার জন্য ওই পরিবারের সদস্যদের নির্দেশ দিয়েছেন। তবে অভিযুক্তদের বিরুদ্ধে এ রির্পোট লেখা পর্যন্ত সময় কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।