আগৈলঝাড়ায় প্রধান শিক্ষক কর্তৃক স্কুল ছাত্রীর হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় প্রধান শিক্ষক কর্তৃক স্কুল ছাত্রীকে মারধর করে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। আহত ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের জালাল হাওলাদারের মেয়ে ও ছোটবাশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী জুই আক্তার(৮) বৃহস্পতিবার বিকেলে সহপাঠীদের সাথে খেলা করছিল। এ সময় হঠাৎ করে ওই স্কুলের প্রধান শিক্ষক বিরাট ভদ্র লোহার রড দিয়ে জুই আক্তারের হাতের উপর আঘাত করে। এতে তার হাতের কবজির উপরে অংশ ফুলে উঠেছে। এ ঘটনা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা জানলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক বিরাট ভদ্র এ ঘটনায় কোন বক্তব্য দিতে রাজি হয়নি।