আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের আ.হাকিম মিয়ার দুই বছরের ছেলে আজিম মিয়া শনিবার বিকেলে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায়। বাড়ির লোকজন তাকে খুজে পুকুর থেকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা.বখতিয়ার আল মামুন আজিমকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।