আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় পরিচয়হীন সাড়ে তিনবছরের এক শিশুকে পাওয়া গেছে। সে ভালো করে কথা বলতে পারছে না। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুস্থ মানবতার হাসপাতালের সামনের সড়কে সাদা গেঞ্জি ও প্যান পড়া একটি মেয়ে শিশু দেখতে পায় এক পথচারী। সে ওই সড়ক থেকে শিশুটি উদ্ধার করে উপজেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে সাংবাদিক কেএম আজাদ রহমানের বাড়ি নিয়ে আসেন। শিশুটির গায়ের রং পরিস্কার। শিশু পাওয়ার ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসকে জানালে তিনি প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমানের বাড়িতে রাখতে বলেন। কেউ যদি শিশুটিকে নিতে আসে তবে তাকে উপযুক্ত প্রমান দিয়ে শিশুটি নিতে হবে। আর কেউ না আসলে শুক্রবার মাইকিং করেও যদি শিশুর পরিচয় না পাওয়া যায় তবে থানার মাধ্যমে বিভাগীয় বেবী হোমে শিশুটি হস্তান্তর করা হবে। বর্তমানে শিশুটি আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমানের কাছে আছে। শিশুর পরিবারের সন্ধান পেলে তার সাথে যোগাযোগ করতে হবে, যার নং-০১৭১৮১৮৭৮৭৩।