আগৈলঝাড়ায় দুই স্কুল ছাত্রের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধি বরিশাল
বরিশালের আগৈলঝাড়ায় দুই স্কুল ছাত্রের মুক্তির দাবীতে শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শুভ হাওলাদার ও গৈলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মেশকাত শিকদারকে একটি মারামারি মামলায় সম্প্রতি জেল হাজতে প্রেরন করে থানা পুলিশ। মারধরের ঘটনায় মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে ফুঁসে উঠেছে গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গ্রেফতার হওয়া সহপাঠিদের মুক্তির দাবিতে বুধবার সকালে কয়েক হাজার শিক্ষার্থী স্কুলের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শুভ হাওলাদার ও গৈলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মেশকাত শিকদারকে মারধর করে পুলিশে দেয়ার পর মামলা দিয়ে জেল হাজতে প্রেরণের ঘটনায়  বুধবার সকালে গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী স্কুলের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন সভায় বক্তব্য রাখেন স্কুলের কেবিনেট প্রধান মোঃ সাব্বির হোসেন, শাওন মোল্লা, ফাহিম দাড়িয়া, নাথানিয়েল নিকোলাস হিরা, আবু বক্কর সিদ্দিক, আপন সেরনিয়াবাত, মহাইমিন হাসান ও আখি আক্তার।

উল্লেখ্য উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের প্রবাসী আমিনুল ইসলাম রিন্টুকে মারধরের ঘটনায় তার পিতা হাফিজুর রহমান বাদী হয়ে দশম শ্রেণীর ছাত্র শুভ হাওলাদার, মেশকাত শিকদারসহ পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪জনকে আসামী করে গত ১১ এপ্রিল মামলা করেন। ওই মামলায় শুভ ও মেশকাতকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।