আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় দুই ইয়াবা ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের
এনায়েত পাইকের ছেলে লালন পাইক(২৫) ও নওপাড়া গ্রামের মজিবর ইসলামের ছেলে নুরুল ইসলাম(১৯)কে ১০পিচ ইয়াবাসহ যবসেন নামক স্থান থেকে সোমবার রাতে এসআই আকবর আলী গ্রেফতার করে। তাদের দুই জনের বিরুদ্ধে এসআই আকবর আলী
বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করেন। অন্যদিকে সরকারী ব্রীজের মালামাল চুরির মামলার আসামী উপজেলার গৈলা গ্রামের নুরুল ইসলাম আকনের ছেলে হাবিব আকন (৩৫)কে এসআই দেলোয়ার হোসেন সোমবার রাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।