আগৈলঝাড়ায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ আওয়ামীলীগের কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে উপজেলা থেকে কাউন্সিলর ও ডেলিগেটর নির্ধারন করতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সভা শুক্রবার রাতে আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে আগৈলঝাড়ার জেলা পরিষদ ডাক বাংলোয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের এমপি এ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছসহ বিভিন্ন উপজেলার আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে কাউন্সিলর ও ডেলিগেটর নির্ধারণের জন্য বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।