আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যেগে গতকাল রোববার সকালে র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী তারিক সালমনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা প্রানী সম্পাদ কর্মকর্তা ডা.বখতিয়ার উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান, মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার, সহকারী প্রকৌশলী আ.মজিদ খান প্রমুখ।
আগৈলঝাড়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন
October 30, 2016