আগৈলঝাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: “শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। জানা গেছে, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, হি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, হোমল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও এইড অর্গানেইজেশনের যৌথ আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, আনসার ভিডিপি কর্মকর্তা ক্ষিতিশ চন্দ্র ফলিয়া, প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার, এনজিও পরিচালক কাজল দাশ গুপ্ত, এডিপি শিক্ষা কর্মকর্তা পল হাজরা, মহাদেব চন্দ্র বসু, সাইফুল ইসলাম লিটন, লক্ষন চন্দ্র বৈরাগী প্রমুখ। শেষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতায় বিজীয়দের মাঝে পুরস্কার বিতরন করা হয়।