আগৈলঝাড়ায় চার ইউপি সদস্যর শপথ

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় প্রথম দফার স্থগিতকৃত ইউপি নির্বাচনে বিজয়ী চার সদস্যর শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন তার অফিস কক্ষে নব নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য গ্রহণ করা সদস্যরা হলেন বাকাল ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ড সদস্য সান্তনা বেগম, ওয়ার্ডের সাধারণ সদস্য ইসহাক আলম পাইক, বাগধা ইউনিয়নের সংরক্ষিত ২নং ওয়ার্ড সদস্য চায়না বেগম ও ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য মেহেদী হাসান মিথুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার।