আগৈলঝাড়ায় মন্দির পরিদর্শন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় উপ-মহাদেশের বিখ্যাত কবি বিজয়গুপ্ত প্রতিষ্ঠিত গৈলা মনসা মন্দির পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ। ৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে মধ্যযুগের সুলতান হোসেন শাহ্’র রাজত্বকালে ইংরেজী ১৪৯৪ সনে কবি বিজয় গুপ্তর প্রতিষ্ঠিত মনসা মন্দির পরিদর্শন করেন। এসময় এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন সচিব আক্তারী মমতাজ। এসময় তিনি মনসা মন্দির পরিদর্শন করে অভিভূত হয়ে নিজেকে গর্বিত হওয়ার কথা উল্লেখ করেন। অন্যান্যদের মধ্যে এসময় আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) শতরূপা তালুকদার, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক ও মন্দির সংরক্ষণ কমিটির উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক অজয় দাশ গুপ্ত, মন্দির সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান দুলাল দাশগুপ্ত, গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, সাংবাদিক সুসান্ত ঘোষ, ফনি ভুষন কর্মকার, অমিত দাশ গুপ্ত। এর আগে তিনি গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামে ৭০ বছর আগে সচিব আক্তারী মমতাজ এর দাদার অধ্যায়ন করা কবিন্দ্র সাংস্কৃতিক কলেজের স্থান পরিদর্শন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,গৈলা বাজার পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুসান্ত কর্মকার, সাধারন সম্পাদক ও হোমল্যান্ড এনজিও পরিচালক কাজল দাশ গুপ্তসহ বিভিন্ন নেতৃবৃন্দ।