আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের সাজুরিয়া গ্রামের হরিদাস মন্ডলের স্ত্রী রীতা মন্ডল (৪০) গত ২০ দিন আগে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। মেয়ে সন্তান জন্ম হওয়ায় স্বামীর পরিবার তার উপর চরম অসন্তুষ্ট হয়। এর আগেও তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে। স্বামীর পরিবার তার উপর অসন্তুষ্ট হওয়ায় গতকাল সকালে রীতা স্বামীর পরিবারের উপর অভিমান করে বিষপান করে। মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন সুলতানা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। পুলিশ বলেন, পোস্টমর্টেম রির্পোট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।