আগৈলঝাড়ায় গাঁজা সেবনের দায়ে একজনকে জরিমানা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় গাঁজা সেবনের অভিযোগে একজনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের ছবিখাঁরপাড়  গ্রামের মৃত ধীরেন বাড়ৈর ছেলে লিটন বাড়ৈকে গাঁজা সেবনের সময় উপজেলার বাইপাস সড়ক থেকে মঙ্গলবার সন্ধ্যায় এসআই ওবায়দুল্লাহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে  বুধবার সকালে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শতরূপা তালুকদার তাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন।