আগৈলঝাড়ায় খ্রীষ্টান সম্প্রদায়ের বড় দিন উদযাপন

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভির্যর মধ্য দিয়ে খ্রীষ্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “শুভ বড় দিন” রোববার বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে গীর্জায় গীর্জায় দেশ, জাতির অগ্রগতি ও উন্নয়নসহ খ্রিষ্ঠ সম্প্রদায়ের জন্য বিশেষ প্রার্থনা করা করা হয়েছে। বড় দিন উপলক্ষে বিভিন্ন স্থানে সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন উপজেলার ৪২টি গীর্জার নিরাপত্তায় ব্যপক নজরদারী বৃদ্ধি  করেছে। জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ শনিবার রাতে আগৈলঝাড়া এসেছে। তারা রোববার সকাল থেকে গীর্জায় গীর্জায় নিরাপত্তা দিয়েছে। সকাল থেকে র‌্যাবের একটি দল গীর্জাগুলোতে টহল দিচ্ছে। বড়দিন উপলক্ষে বিভিন্ন বাড়িতে রঙ্গিন বাতি ও খাবার পরিবেশন করা হয়েছে। আনন্দ উল্লাসের মধ্যদিয়ে বড়দিন হিসেবে পালন করছেন খ্রীষ্টান সম্প্রদায়।