বরিশাল প্রতিনিধিঃ
আগৈলঝাড়ায় ঔষধ ভেবে কীটনাশক খেয়ে এক বৃদ্ধার মৃত্যু। মৃতর স্বজনদের বরাত দিয়ে এসআই আ. সালাম মোল্লা জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের আলম সরদারের স্ত্রী কোমেলা বেগম (৬০) দীর্ঘদিন যাবত শর্দি-জ্বরে ভূগছিলেন। রোগ সারানোর জন্য সোমবার রাতে কাশীর ঔষধ ভেবে ঘুম) থেকে উঠে পাশে থাকা জঙ্গল মারা ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পরেন। স্বজনেরা তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করলে এর কিছু সময় পর কোমেলা বেগম মারা যান। এসআই আ. সালাম মোল্লা মৃতর সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন। থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে, নং-৬ (২.৫.১৭)।