আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় প্রবাসীর মেয়ে এসএসসি পরীক্ষার্থী ছাত্রী ৫দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের প্রবাসী দুলাল বিশ্বাসের মেয়ে ও চলতি বছরের বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীনী শিলা বিশ্বাস গত ২২ ডিসেম্বর বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। এরপর তাকে আত্বীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খুজে না পেয়ে ওই ছাত্রীর মা শিখা বিশ্বাস গতকাল মঙ্গলবার খানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলাম বলেন, মেয়ের পরিবার থানায় জিডি করেছে। জিডিতে কারো নাম উল্লেখ করেনি।