আগৈলঝাড়ায় এলজিইডির ব্রীজ এখন মরণ ফাঁদ

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় এলজিইডি’র ভাঙ্গা ব্রিজ গৈলা বড়ইতলা এলাকায় শিক্ষার্থীসহ হাজারো জনগনের মরন ফাঁদে পরিণত হয়েছে। মরন ফাঁদের ওই ব্রিজটি দীর্ঘ দিনেও সংস্কার বা পুনঃনির্মাণের উদ্যোগ নেয়নি সংশি¬ষ্ট এলজিইডি বিভাগ। ভুক্তভোগী স্থানীয়রা জানান, উপজেলার গৈলা ইউনিয়নের রথখোলা থেকে ভদ্রপাড়া সড়কের বড়ইতলা নামক স্থানে এলজিইডি’র অর্থায়নে নির্মিত আয়রণ স্ট্রাকচার ব্রিজের মাঝ বরাবর দুটি স্থানে ভেঙ্গে পরে যায়। ফলে দীর্ঘদিন যাবত ওই ব্রিজ দিয়ে সকল প্রকার ছোট যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা ব্রিজের ভাঙ্গা স্থানে কাঠের পাটাতন দিয়ে পায়ে হেঁটে চলাচলের জন্য ব্যবস্থা চালু রেখেছে। ঝুঁকিপূর্ণ ওই ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন গৈলা, নাঘার, মোল¬াপাড়া, ভদ্রপাড়া গ্রামের শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চলাচল করছে। রাতে ওই ব্রিজ দিয়ে চলাচল করার সময় প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এলাকার ভূক্তভোগীরা মরণ ফাঁদে পরিণত হওয়া গুরুত্বপূর্ণ ওই ব্রিজটি দ্রুত সংস্কার বা পুণঃনির্মানের জন্য এলজিইডি বিভাগে ধর্না দিয়েও কোন কাজে আসেনি। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন জানান, ব্রিজ সমস্যার বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, ওই সড়কে তিনটি আয়রণ স্ট্রাকচার ব্রিজ রয়েছে, ওই তিনটি ব্রিজ ভেঙ্গে নতুন করে আরসিসি ব্রিজ নির্মানের প্রকল্প গ্রহণ করা হয়েছে। শীঘ্রই ব্রিজ নির্মানের কাজ শুরু হবে।