আগৈলঝাড়ায় একই রাতে তিনটি অটো ভ্যান চুরি

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় একই রাতে তিনটি অটো ভ্যান চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনা থানাকে জানানো হয়েছে। জানা গেছে, শনিবার রাতে উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের জালাল সরদারের বাড়িতে একই এলাকার দরিদ্র অটো ভ্যান চালক রহিম সরদার, আলমগীর সরদার ও নুরুল হক হাওলাদারের অটো ভ্যান চার্জে দেয়া ছিল। চোরের দল রাতের অন্ধকারে ঘরের তালা ভেঙ্গে তিনটি অটো ভ্যান চুরি করে নিয়ে যায়। দরিদ্র তিনজনের অটো ভ্যান চুরি করে নিয়ে যাওয়ায় তারা বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। এ ঘটনা থানাকে জানানো হয়েছে।