আগৈলঝাড়ায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। , বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, মলিনা রানী রায়, মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ আশুতোষ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, রতœপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, এনজিও সমন্বয় পরিষদের প্রতিনিধি কাজল দাশ গুপ্ত। বক্তরা অতি সম্প্রতি সদ্য বিদায়ী ইউএনও গাজী তারিক সালমনের নামে বিভিন্ন পত্রিকায় বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার বিষয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ২৬ মার্চের আমন্ত্রন কার্ডে বঙ্গবন্ধুর ছবি সংবলিত যে কার্ড ছাপানো হয়েছে তা কোন রকম বিকৃত করা হয়নি বলে সভায় উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার উপস্থিত সভায় সকলকে অবহিত করেন। সভায় সকলে এই সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদের বিষয়ে রেজুলেশন করা হয়। শেষে কাজল দাশ গুপ্ত বরিশাল জেলা প্রশাসক গাজী মোঃ সাইফুজ্জামান পরিবেশ সংরক্ষণ পদক পাওয়ায় অভিনন্দন প্রস্তাব আনলে সবাই তাতে সম্মতি প্রকাশ করে জেলা প্রশাসক মহাদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।