আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে সোর্সের মাধ্যমে মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে ররিশাল র্যাব-৮ সদস্যরা অভিযান চালিয়ে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দাসেরহাট মসজিদের দক্ষিণ পাশের রাস্তা থেকে ৪৫পিচ ইয়াবাসহ গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের মোহম্মদ আলী আকনের ছেলে পাইকারী মাদক বিক্রেতা ইব্রাহীম ঘরামী (২৫) ও একই উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের মৃত বজলু হাওলাদারের ছেলে এরশাদ হাওলাদার (৩০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব কোম্পানী কমান্ডার ডিএডি (জেসিও) মামুনুর রশিদ খান বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। অন্যদিকে মাদক কেনা বেচার গোপন সংবাদের খবর পেয়ে এসআই দেলোয়ার হোসেন জেলা পরিষদের পুরান ডাক বাংলো সড়কের উপর থেকে মধ্য শিহিপাশা গ্রামের লোকমান ফকিরের ছেলে সুজন ফকির (২৭)কে ৮পিচ ইয়াবাসহ গ্রেফতার ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি পশ্চিম সুজনকাঠী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে দ্রুত বিচারসহ একাধিক মামলার আসামী জাহিদ হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বরিশাল আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়ায় ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
October 31, 2018