আগৈলঝাড়ায় আ.লীগ প্রার্থী সব ভোট পেয়ে বিজয়ী

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ
ম্যাজিষ্ট্রেটের সার্বক্ষনিক তত্ববধানে আইন শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তাসহ সিসি ক্যামেরার আওতায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বরিশাল জেলা পরিষদের ১নং ওয়ার্ড আগৈলঝাড়া উপজেলার শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বুধবার সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা জানান, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নসহ ৭টি ইউনিয়নের ৯৪জন নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রিজাইডিং অফিসার সুশান্ত বালা জানান, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মইদুল ইসলাম (আনারস প্রতীক) পেয়েছেন ৯৩ ভোট। তার প্রতিদ্বন্দি আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান খান আলতাফ হোসেন ভুলু (ঘোড়া প্রতীক) কোন ভোট পাননি।