আগৈলঝাড়ায় অবিরাম বর্ষণে জনজীবন দুর্ভোগ

বরিশাল প্রতিনিধিঃ
সাগরে লঘুচাপের কারনে বরিশালের আগৈলঝাড়ায় রোববার সকাল থেকে অবিরাম বর্ষণের ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে দরিদ্র দিনমজুর লোকজনের। বর্ষনের ফলে উপজেলার ৫টি ইউনিয়নের অভ্যন্তরীন কাঁচা-আঁধাপাঁকা সড়কগুলো কর্দমাক্ত হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। কৃষকের জমিতে বোনা আমন ফসল ও শাক-সবজীর ক্ষেত তলিয়ে গিয়ে ব্যপক ক্ষতি হয়েছে। এমনকি দুর্যোগপূর্ন আবহাওয়ার কারনে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃংখলা সভা বন্ধ রাখা হয়েছে। বর্ষনের ফলে রোববার সন্ধ্যা থেকে গতকাল সোমবার ১১টা পর্যন্ত বিদুৎ লাইন বন্ধ ছিল প্রত্যন্ত এলাকার। এতে মানুষের ফ্রীজে রাখা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ব্যাপক ক্ষতি হয়েছে। বর্ষণের ফলে দরিদ্র লোকজন দৈনন্দিন কাজ করতে না পেরে মানবেতর জীবন যাপন করছে। কৃষকদের আমন বীজতলা নষ্ট হয়ে গেছে। বর্ষণের ফলে লোকজনের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।