আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ন ভস্মিভূত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, উপজেলার উত্তর চাঁদত্রিশিরা গ্রামের জেন্নাত আলী মাজার সংলগ্ন এলাকায় দীর্ঘ দিন যাবত চা’য়ের দোকান করছিলেন ওই গ্রামের ফারুক বক্তিয়ার। বুধবার গভীর রাতে দোকানে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরায় স্থানীয়রা এগিয়ে আসলেও আগুন নেভাতে ব্যর্থ হয়। ফলে সম্পূর্ন দোকান ভস্মিভূত হয়ে কমপক্ষে দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে ওই রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।