বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের তোয়াক্কা না করে পয়সারহাটে সরকারী জমিতে পাকা ভবন নির্মান করার অভিযোগ উঠৈছে প্রভাবশালী এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বাজারের ব্যবসায়ী ও সাধারণ লোকজনের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট বন্দরের পূর্বপাড় বাজার উন্নয়নের জন্য স্থানীয় কামাল বক্তিয়ার, জামাল বক্তিয়ারসহ তাদের ভাইয়েরা ১একর ৪শতক জায়গা সরকারকে দান করেন।
সরকার ওই জায়গায় এলজিইডি বিভাগের মাধ্যমে এডিবি ও নিজস্ব তহবিল থেকে বাজার উন্নয়নের জন্য ২কোটি ৬১লাখ ৫৪হাজার টাকার উন্নয়ন প্রকল্প কাজ চলছে। ওই স্থানে প্রশাসনের অনুমতি ছাড়াই সরকারী জমিতে চক্রীবাড়ি গ্রামের শিক্ষক স্থানীয় প্রভাবশালী মোনাচ্ছেফ ব্যবসায়ীদের বাঁধা উপেক্ষা করে ৪নং সড়কের মসজিদের সামনে পাঁকা ভবন নির্মান করছেন।
বাজারের ব্যবসায়ীরা কাজে বাধাঁ দিলেও তাদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে বলে জানা গেছে। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শতরূপা তালুকদার সাংবাদিকদের জানান, বিষয়টি তার জানা নেই।