আগৈলঝাড়ার পূজা উপলক্ষে আইন শৃংখলা ও মতবিনিময় সভা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ  শারদীয় দূর্গা উৎসবকে নির্বিঘেœ সম্পন্ন করতে আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ হল রুমে বৃহস্পতিবার সন্ধ্যায় আইন শৃংখলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে আইন শৃংখলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথী ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত উপাধক্ষ ও ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক এসএম হেমায়েত উদ্দিন। ইউপি সচিব গৌতম পালের স ালনায় সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়নে পূজার দ্বায়িত্বে নিয়োজিত এসআই শাহ জালাল, কৃষকলীগ নেতা এইচ এম মতিউর রহমান, যুবলীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, জিএম ফারুক হোসেন, প্রিয়লাল কর্মকার প্রমুখ।