আগুন নিয়ন্ত্রণে আসেনি, ভবনজুড়ে বাঁচার আকুতি

অনলাইন ডেস্ক : রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন লাগার পর প্রায় ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও ভবনটির আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের সঙ্গে বিমানবাহিনীর হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সেইসঙ্গে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে ভবনটিতে আগুন লাগে। ভবনের ভেতরে এখনও বহু মানুষ আটকে আছেন। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে পুরো ভবন ও এলাকা। এছাড়া চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

এরইমধ্যে ভবনটির ছাদ থেকে এবং ফায়ার সার্ভিসের সিড়ির মাধ্যমে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হচ্ছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে বাঁচার জন্য ভবনের ভেতর থেকে অনেকে হাত নাড়ছেন। উপরে থেকে শার্ট, প্যান্ট দিয়ে ইশারা করছেন অনেকে। এছাড়া উদ্ধারের জন্য চিরকুট লিখে নিচে ফেলছেন তারা।

অন্যদিকে আগুন লাগার পর আটকে পড়াদের মধ্যে অনেকে ভবনের কাঁচ ভেঙে দেয়াল বেয়ে নামার চেষ্টা করেছেন। এছাড়া অনেকে রশি ও পাইপ বেয়ে নামতে গিয়ে আহতও হয়েছেন।

ভবনটিতে বহুজাতিক প্রতিষ্ঠানের একাধিক কার্যালয় আছে। একই সঙ্গে গার্মেন্টের বায়িং হাউসসহ বিভিন্ন কার্যালয় রয়েছে।

উদ্ধার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে প্রাণপন চেষ্টা করছে। বাইরে থেকে পানি ও বালি ছুড়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন।

তবে আগুনের ক্ষতির পরিমাণ ও কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।