আগুনে একই পরিবারের ৫ জনের মৃত্যু

একাত্তরলাইভডেস্ক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচজন মারা গেছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।মঙ্গলবার সকাল ৮টার দিকে পীরগঞ্জের জনগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কেয়া রানী (৩৫) ও স্বর্ণা রানী (২০), তাদের মামা খরেশ চন্দ্র (৪৫), মামাতো ভাই নিলয় (১০) ও তার বোন নাইস (১৫)।প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শট-সার্কিট থেকে সৃষ্ট আগুন মুহূর্তের মধ্যে গোটা বাড়ির পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা পাঁচজন দগ্ধ হন। এ সময় স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পীরগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দগ্ধদের উদ্ধার করে।আগুনে দগ্ধ হয়ে দুজন ঘটনাস্থলেই মারা যায়। বাকি তিনজনকে গুরুতর দগ্ধ অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কতর্ব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় দগ্ধদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর নেওয়ার পথে তারা মারা যায়।পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।