একাত্তলাইভ ডেস্ক: জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বাড়াতে আগামী রোববার ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ পালন করা হবে।এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘টেকসই প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা অপরিহার্য’। জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবদুল জলিল এসব তথ্য জানিয়েছেন।শিল্প মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর উৎপাদনশীলতা আন্দোলন বেগবান করার লক্ষ্যে শ্রমিক, মালিক, পেশাজীবী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করা হবে। উৎপাদনবিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রা ও সেমিনার আয়োজন করা হবে।কর্মসূচির অংশ হিসেবে ওইদিন সকাল ৮টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন সংলগ্ন সড়ক থেকে শোভাযাত্রা বের করা হবে। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নেতৃত্বে এতে শিল্প ও কৃষি মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্প কারখানার মালিক, শ্রমিক ও কর্মচারীরা অংশ নেবেন।এ ছাড়া, সকাল ১০টায় রাজধানীর এফবিসিসিআই মিলনায়তনে ‘টেকসই প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা অপরিহার্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এ সেমিনার আয়োজন করেছে।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।দিবসটি উপলক্ষে ইতোমধ্যে এনপিও প্রচার সামগ্রী, বুকলেট, স্যুভেনিয়র ও পোস্টার প্রকাশ করেছে।এ ছাড়া দিবসটি উপলক্ষে বাংলা ও ইংরেজি পত্রিকায় ক্রোড়পত্র, স্মরণিকা প্রকাশ, বাংলাদেশ টেলিভিশনে টক শো, বিভাগীয় শহর, জেলা ও উপজেলা সদরের স্থানীয় প্রশাসন ও ট্রেড বডির সহায়তায় আলোচনা সভা ও শোভাযাত্রা আয়োজন করা হবে।২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে উৎপাদনশীলতাকে জাতীয় আন্দোলনে রূপ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
আগামী রোববার জাতীয় উৎপাদনশীলতা দিবস

September 30, 2016