একাত্তরলাইভডেস্ক: বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এই প্রথমবারের মতো এ দিবস পালন করা হয়।বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘আমরা বলতে চাই আগামী নির্বাচন আপনারা মিস করবেন না। আসবেন। না আসলে কি হবে বলেন। নির্বাচনে লড়াই করুন। দেখব জনগণ কাকে রায় দেয়।’তিনি আরো বলেন, ‘সম্মেলনে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়েছিল। আশা করেছিলাম তাদের কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধিদল আসবে। কিন্তু দুঃখজনক তারা আসেন নাই। তবে কমিটিকে তারা অভিনন্দন জানিয়েছে। তাই তাদেরও অভিনন্দন জানাই।’মন্ত্রী বলেন, ‘এত জাঁকজমক ও সুশৃঙ্খল আনুষ্ঠান আগে কখনো হয় নাই। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা অভিভূত হয়েছে। তারা সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী তার প্রায় এক ঘণ্টার বক্তব্যে কাউকে আক্রমণ করে কোনো কথা বলেননি। নিজের দল নিয়ে কথা বলেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন আগামী নির্বাচনে তিনি সব দলের অংশগ্রহণ চান। এ জন্য নিজ দলের নেতা-কর্মীদের প্রস্তুত হতে বলেছেন।’যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবেশের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের থেকে তাদের শেখার আছে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ইউসুফ আলী মোল্লা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ শিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল।
‘আগামী নির্বাচন আপনারা মিস করবেন না’
October 25, 2016